সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্রের বনবাসের ষষ্ঠ দিন। মধ্যরাত্রের পর রামচন্দ্রের শোকে আকুল হয়ে বিলাপ করতে

সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্রের বনবাসের ষষ্ঠ দিন। মধ্যরাত্রের পর রামচন্দ্রের শোকে আকুল হয়ে বিলাপ করতে করতে রাজা দশরথ দেহত্যাগ করলেন অযোধ্যায়। ভরত ও শত্রুঘ্ন তখন মামার বাড়িতে অর্থাৎ কেকয় রাজ্যে। অবিলম্বে দূত পাঠানো হলো ভরতকে অযোধ্যায় ফিরিয়ে আনার জন্য; দূতকে অবশ্য বলা হলো দশরথের মৃত্যুসংবাদ ভরতকে যেন না জানানো হয়। দূতরা দ্রুতগামী অশ্বে সংকীর্ণ বনপথ দিয়ে পাহাড়-গিরিপথ অতিক্রম করে গিয়েছিলেন বলে একরাত্রেই কেকয় রাজ্যে পৌঁছাতে পেরেছিলেন; কিন্তু অযোধ্যায় ফেরার সময় ভরত রথে চড়ে সৈন্য-সামন্ত, বহু জিনিসপত্র সঙ্গে নিয়ে প্রশস্ত রাজপথ দিয়ে আসছিলেন বলে আটদিন সময় লেগে গেল। ফিরে এসে ভরত পিতার মৃত্যুসংবাদ শুনলেন। দশরথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পরদিন প্রভাতে ভরত ও শত্রুঘ্ন রামচন্দ্রকে বন থেকে ফিরিয়ে আনার সংকল্প নিয়ে চিত্রকূটের উদ্দেশে রওনা হলেন। চিত্রকূট পর্বতে ঘুরতে ঘুরতে ভরত এক-জায়গায় এক বৃহৎ পর্ণশালা দেখতে পেলেন। দেখলেন, সেই কুটিরের মধ্যে রয়েছে রামচন্দ্রের বিশাল ধনু, তূণীর প্রভৃতি এবং কুটিরের ভিতর একটি সুপ্রশস্ত বেদিতে রামচন্দ্র লক্ষ্মণ ও সীতার সঙ্গে উপবিষ্ট। অচিরেই ভরত বিলাপ করতে করতে রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়লেন। ভূপতিত ভরতকে তিনি অতি আদরে উঠিয়ে বসালেন। তারপর পিতার সংবাদ থেকে শুরু করে ভরতের দৈনন্দিন জীবনচর্যা সম্পর্কিত বিষয়—সমস্ত কিছুই জানতে চাইলেন। ভরত কীভাবে রাজ্যশাসন করছেন সেই প্রসঙ্গে তিনি এমন কতকগুলি প্রশ্ন করেছিলেন, যেগুলিকে যেকোনো যুগের, যেকোনো দেশের রাজ্যশাসন সম্পর্কিত মহাসনদ বলে চিহ্নিত করা যায়। এই প্রসঙ্গটি আছে বাল্মীকি রামায়ণ-এর অযোধ্যাকাণ্ডের শততম সর্গে। এখানে কুশল জিজ্ঞাসার ছলে রামচন্দ্র বস্তুত ভরতকে রাজ্যশাসনের আদর্শ সম্পর্কে উপদেশ দিয়েছিলেন। প্রথমেই রামচন্দ্র পিতা দশরথ, মাতা কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা এবং বশিষ্ঠদেব প্রমুখের কুশল জিজ্ঞাসা করলেন। তারপর তিনি ভরতকে তাঁর ব্যক্তিগত জীবনচর্যার বিষয়ে কয়েকটি প্রশ্ন করে বুঝিয়ে দিলেন—প্রশাসকের ব্যক্তিগত জীবনচর্যা কীরকম হবে। যেমন, রামচন্দ্র প্রশ্ন করছেন : “তুমি অসময়ে নিদ্রার বশীভূত হও না তো? যথাসময়ে নিদ্রা থেকে উত্থিত হয়ে শেষরাত্রে অর্থের চিন্তা কর তো?” নিদ্রা সাধারণ জৈবধর্ম, কিন্তু অতিনিদ্রা তামসিকতার লক্ষণ;...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in