শ্রীরামকৃষ্ণ সারদা সঙ্ঘের অধ্যক্ষা প্রব্রাজিকা দিব্যমাতাজীর ভ্রমণ-আলেখ্যের সংকলন নিভৃত নীল পদ্ম লাগি।
নিভৃত নীল পদ্ম লাগিপ্রব্রাজিকা দিব্যমাতাপ্রকাশক :শ্রীরামকৃষ্ণ সারদা সঙ্ঘ৬৪/৬৫, বেলগাছিয়া রোড, কলকাতা-৩৭৩০০.০০ শ্রীরামকৃষ্ণ সারদা সঙ্ঘের অধ্যক্ষা প্রব্রাজিকা দিব্যমাতাজীর ভ্রমণ-আলেখ্যের সংকলন নিভৃত নীল পদ্ম লাগি। জীবনের নানান সময়ে নানান তীর্থের অভিজ্ঞতা থেকে এই ভ্রমণবৃত্তান্ত রচনা করেছেন তিনি। বিশিষ্ট কথাসাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছেন : “একেবারে ভিন্ন মানের, ভিন্ন স্বাদের তন্ময় মানস বিচরণ।” বস্তুতপক্ষে হিমালয় সেই ‘নীল পদ্ম’স্বরূপ, যা দর্শনার্থীর কাছে ধ্যানের মূর্তিমান বিগ্রহ আর যোগীর কাছে যোগভূমি। অপার বিস্ময়ের মূর্তমহিমা সেই হিমালয়ের নানান অপরূপ রূপ মাতাজীর লেখায় উঠেছে। প্রাঞ্জল বর্ণনা ও বহু রঙিন ছবির সমন্বয়ে সমৃদ্ধ এই গ্রন্থ পাঠের মাধ্যমে পাঠক মানসভ্রমণ করতে পারবেন রোমাঞ্চকর অভিজ্ঞতা সহায়ে দিব্য তীর্থদর্শনে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in