ভ্রূণাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত নারীজীবন অনেক সময়ই যেন অনিশ্চয়তায় ঘেরা থাকে। অথচ সমাজে নারী
ভ্রূণাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত নারীজীবন অনেক সময়ই যেন অনিশ্চয়তায় ঘেরা থাকে। অথচ সমাজে নারী ও পুরুষ উভয়ের সমমর্যাদা না থাকলে প্রগতি হয় বিলম্বিত। তাই দেশভক্তের চিঠি-র কার্তিক-পৌষ ১৪৩১-এর শারদ সংখ্যা সেজে উঠেছে ‘নারীশক্তির কথামালায়’। বাংলার সমাজজীবনের নানা প্রসঙ্গ উঠে এসেছে রানি ভবানী, মহারানি স্বর্ণময়ী দেবী, রানি রাসমণি ও সরলাবালা চৌধুরানিকে নিয়ে বিভিন্ন আঙ্গিকের প্রবন্ধে। আলোচিত হয়েছে ঊনবিংশ শতাব্দীর বেনারসের বাইজীদের প্রসঙ্গ। আলোচনা করা হয়েছে কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ বিষয়ে। বাংলার ভাস্কর্যচর্চায় মহিলাদের অবদান বা আজাদ হিন্দ ফৌজ ও রানি ঝাঁসিবাহিনীকে নিয়েও আলোচনা রয়েছে এই সংখ্যায়, যা মনন করার মতো। প্রভাবতী দেবী সরস্বতী ও নবনীতা দেবসেনকে নিয়ে আলোচনা-দুটি বিশেষ মনোগ্রাহী। প্রবন্ধ ও মৌলিক রচনার পাশাপাশি এই সংখ্যায় রয়েছে কাঙাল হরিনাথ ও বাংলা শব্দকোষ-প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দুটি বিশেষ প্রবন্ধ। আশা করা যায় মনিকা সেনগুপ্তের এই সচেতন প্রয়াস সমাজের কাছে পথপ্রদর্শনের এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দেখা দেবে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in