কবে থেকে এ ভিজে রান্নাঘরে
তোমার পদ্মপা ফোটেনি, মা গো
অথচ, এখানেই নিজেকে খনন
কবে থেকে এ ভিজে রান্নাঘরেতোমার পদ্মপা ফোটেনি, মা গো অথচ, এখানেই নিজেকে খনন করেআশ্চর্য উনুনের জন্ম দিতে তুমি রোজগনগনে আগুনে কড়াই বসিয়েকেটে, বেটে, মশলা মাখিয়েনিজেকে তুলে দিতে অফুরন্তস্নেহ ফুটত টগবগ টগবগ… আজও এ অন্নপূর্ণা মন্দিরের চৌকাঠপেরোতে হলে, মাথা ঠেকাই আগে মাটিতেহাতে সাত গাঁ ঘুরে আসা অপূর্ণ ভিক্ষার ঝুলিদেখি, পুরানো বাসনের টোলে তোমার বরাভয়হাসি শাশ্বত হয়ে উঠছে কেমন; অযুত পদ্মগন্ধেভরে উঠছে আমাদের অনন্ত পাকস্থলী
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in