অধ্যাত্মজীবনে সকালে বিকালে দু-এক ঘণ্টা ধ্যানে বসাই যথেষ্ট নয়, সারাদিন ঐ ধ্যানের মনোভাব
অধ্যাত্মজীবনে সকালে বিকালে দু-এক ঘণ্টা ধ্যানে বসাই যথেষ্ট নয়, সারাদিন ঐ ধ্যানের মনোভাব কিছুটা রক্ষা করে যেতে হয়। দৈনন্দিন কর্তব্যকর্মে ব্যস্ত থাকার সময়েও ঈশ্বরচিন্তার ফল্গুপ্রবাহ অবশ্যই বজায় রাখতে হবে। এতে মনে মন্দ চিন্তার উদয় বাধা পাবে, আর ধ্যানে বসলে মনকে একাগ্র করতে সুবিধা হবে। দৈনন্দিন ধ্যানের পরিপূরক হিসাবে এরকম ঈশ্বরসান্নিধ্যে থাকার অভ্যাস আমরা যেন অবশ্যই করি; যদি ঠিকমতো করা যায়, তবে এই প্রয়াসই গভীর অধ্যাত্মসাধন হয়ে দাঁড়াবে।... ঈশ্বরকে সর্বদা স্মরণে রাখার একমাত্র উপায় হলো প্রত্যেকটি কর্ম ও চিন্তাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা। মনকে চিন্তাশূন্য রাখা বা অতীত নিয়ে রোমন্থন খুব বিপজ্জনক। মনকে অযথা বিচরণ করতে দিলেই মনে অশুভ চিন্তা আসবে, অতীত নিয়ে তা রোমন্থন করবে।... মনের এরকম অবস্থা হলে নিজেকে কোনো সদ্গ্রন্থ পাঠ বা মানুষের সেবায় নিয়োজিত করবে। দেখবে, মনের এই অবস্থা কেটে যাবে।... ধর্মজীবনে মননশীল অধ্যয়নের গুরুত্ব অপরিসীম।... অধ্যয়ন ও নিষ্কাম কর্মকে একরকম অধ্যাত্মসাধন-রূপেই দেখা উচিত।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in