আকাশে যখন আঁধার ঘনায়, রাত্রি তমসাময়,
যখন বাতাস ভয়ংকরের নির্দেশে দিশাহীন—
কে বাজাবে বলো বিজয়ডঙ্কা, ঘটাবে সমন্বয়,
আকাশে যখন আঁধার ঘনায়, রাত্রি তমসাময়,যখন বাতাস ভয়ংকরের নির্দেশে দিশাহীন—কে বাজাবে বলো বিজয়ডঙ্কা, ঘটাবে সমন্বয়,নিজেরে ভুলিয়া চলিবে শ্রীপথে, ধরা যদি তোমাহীন!যদি বেদনার নীলযন্ত্রণা ভাষা খোঁজে সাহারায়,কামনাদীর্ণ সুরঝংকারে বেজে চলে হৃদি-বিণ,আলোকবর্ষী প্রেম নিয়ে বলো, দাঁড়াবে কে ভরসায়অমৃত পিয়ায়ে কে ভালোবাসিবে, ধরা যদি তোমাহীন!তুমি না থাকিলে পৃথিবীতে রাত, উথালপাথাল ঢেউ,কর্ম করার অহং-আগুনে শুভবুদ্ধির ক্ষয়—এখনও কি তবে স্নেহশক্তিতে রক্ষা করিছে কেউ,এখনও কি তবে গভীর নিশীথে কেহ অতন্দ্র রয়!সে শক্তিলীলা বুঝিনা আমরা, ভাবিয়া দেখিনা কভু,কী ভালোবাসায় রেেখছে সকলে নিরাপদ আশ্রয়ে,প্রেমসুরে বেঁধে নন্দিত চিতে হাসিছেন দেখি প্রভু—এই সংসার পুলকিত হয় জননীর প্রশ্রয়ে।কুসুমকোমল হৃদয়ে তোমার অমিয় ঝরনা ঝরে,আজও অমলিন মাতৃস্নেহের প্রবাহ চিরন্তন,কেঁদেছে মানস আর্ত-শ্রান্ত—সব সন্তান তরে,তোমার স্নেহের স্পর্শে ঘটেছে অনেক উত্তরণ।তুমি আছো সদা, আমাদের মাঝে অমৃত-মূর্তি হয়ে,তুমিই ভক্তি, তুমিই শক্তি-দয়াস্বরূপিণী মাগো!বহু বছরের স্মৃতির পুষ্প এসেছি সকলে লয়ে,অন্তরে মোর, সবার হৃদয়ে, ভালোবাসা হয়ে জাগো।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
