সাধন-ভজন খুব গোপনে ও নির্জ্জনে করতে হয়। তাতে দিনদিন শক্তি বাড়ে। উপলব্ধির কথা সবাইকে কখনো বলে বেড়াবে না।
সাধন-ভজন খুব গোপনে ও নির্জ্জনে করতে হয়। তাতে দিনদিন শক্তি বাড়ে। উপলব্ধির কথা সবাইকে কখনো বলে বেড়াবে না। এ সব গুপ্ত না থাকলে পোক্ত হয় না। তিনি (শ্রীশ্রীরামকৃষ্ণদেব) সাধন-ভজন মনে, বনে ও কোণে করতে বলতেন। লোক-দেখানো ভাব তিনি আদৌ দেখতে পারতেন না। তাতে বস্তুলাভ তো হয়ই না, বরং হানি হয়। মন-মুখ এক করাই হচ্ছে সাধন-ভজনের উদ্দেশ্য। মনে ভাবছ এক আর মুখে বলছ হরি-হরি—তা হবে না। সাধন-পথে মন-মুখ এক না করলে অভীষ্ট লাভ হয় না। দেখ ভাবের ঘরে চুরি কোরো না। ঠাকুর এ ভাব আদৌ দেখতে পারতেন না। কপটের ধর্ম্ম হয় না। তিনি কপটতা হতে বহু দূরে। শিশুর মত সরল হও। হৃদয় পবিত্র কর। ব্যাকুল হয়ে তাঁর কাছে প্রার্থনা কর মনের ময়লা ধুয়ে দেবার জন্য। মন-মুখ এক করে প্রার্থনা কর—তাঁর জন্য কাঁদ। তিনি অবশ্যই কৃপা করবেন। তিনি কৃপা না করে থাকতে পারেন না। কৃপাময় তিনি।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in