সময়ের কালপ্রবাহে মানুষ অনুভব করতে পারে নিজের চেতনাকে। উপলব্ধি করে
হৃদয় মাঝে অভয় বাজেমারুফী খানপ্রকাশক : প্রদীপ কুমার রায়১২৭/১ লালবাগ রোড, ঢাকা-১২১১৩৫০.০০ সময়ের কালপ্রবাহে মানুষ অনুভব করতে পারে নিজের চেতনাকে। উপলব্ধি করে জীবনপ্রবাহের স্বরূপকে। ঠাকুর, মা, স্বামীজীর ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে জীবনের বিভিন্ন অনুভূতিকে গ্রন্থিত করেছেন মারুফী খান তাঁর হৃদয় মাঝে অভয় বাজে গ্রন্থে। পত্র-পত্রিকায় প্রকাশিত পঁচিশটি প্রবন্ধের সংকলনে গ্রন্থটি হয়ে উঠেছে ভাবতন্ময় অনুভূতির আকর। অধিকাংশ প্রবন্ধের মধ্যেই খুঁজে পাওয়া যায় সন্তানের শ্রীশ্রীমায়ের প্রতি আবেগ ও অনুভূতি। ব্যক্তিগত হলেও এই অনুভবে আশা করা যায় পাঠকগণ মন্দ্রিত হবেন।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in