নতুন হোটেল, পাশে পুরনো মন্দির—
সামনে সমুদ্র, ওপরে আকাশ
—কখনো নতুন নয়, কখনো পুরনো নয়।
একশো বছর পরে
নশ্বর হোটেল, নশ্বর মন্দির
বৈভব ও বিশালতা নিয়ে
ফিরে আসবে নতুন আঙ্গিকে।
একশো বছর পরে
সমুদ্র যেমন আছে তেমনই থাকবে
আকাশ যেমন আছে তেমনই থাকবে
—কখনো নতুন নয়, কখনো পুরনো নয়।