উনিশ শতকের মহারাষ্ট্রের অন্যতম বিখ্যাত সমাজসংস্কারক সাবিত্রীবাই ফুলে। নিম্নবর্ণের ওপর
আধার দিনে আলোর মেয়ে সাবিত্রীবাই ফুলেকৃষ্ণা রায়প্রকাশক : জয়জিৎ মুখোপাধ্যায়, সোপান,২০৬, বিধান সরণি কলকাতা-৬২৬০.০০ উনিশ শতকের মহারাষ্ট্রের অন্যতম বিখ্যাত সমাজসংস্কারক সাবিত্রীবাই ফুলে। নিম্নবর্ণের ওপর অত্যাচার ও বঞ্চিত নারীদের চোখে শিক্ষার আলো জ্বেলে দিতে তিনি সমস্ত বাধা অতিক্রম করে দুঃসহ চেষ্টা করে গেছেন। ঘরোয়াভাবে তিনি প্রথম স্কুল খোলেন পুণের অস্পৃশ্যদের কলোনিতে ১৮৪৭ সালের ১ মে ৬।৭ জন মেয়েকে নিয়ে। ভারতবর্ষের শিক্ষাচর্চার ইতিহাসে তাঁর কৃতিত্বের কথা সেভাবে উচ্চারিত হয় না। বেথুন কলেজের অধ্যক্ষ কৃষ্ণা রায় বর্তমান গ্রন্থে এই বিস্ময়কর মারাঠা রমণীকে আমাদের সামনে উপস্থিত করেছেন বারোটি তথ্যসমৃদ্ধ অধ্যায়ে—যেখানে স্থান পেয়েছে তাঁর ব্যক্তিগত জীবন, সাহিত্যকর্ম, শিক্ষা-সাধনা প্রভৃতি। ‘পরিশিষ্ট’ অংশে সাবিত্রীদেবীর সংক্ষিপ্ত জীবনী আগামী গবেষকদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। শুধু বিষয়ের ভারবত্তার কারণেই নয়—মুদ্রণ, বাঁধাই, পৃষ্ঠা, তথ্যসূচি সব মিলিয়ে অপূর্ব সুন্দর এই গ্রন্থখানি অবশ্যই পাঠ ও মনন-যোগ্য।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
