ফতুয়ার পকেটে রঙিন মার্বেল গুলি,
একবার কি ফিরে যাওয়া যায়
শৈশবের খোলা মাঠে দু’হাত ছড়িয়ে?
ফতুয়ার পকেটে রঙিন মার্বেল গুলি, একবার কি ফিরে যাওয়া যায়শৈশবের খোলা মাঠে দু’হাত ছড়িয়ে? রক্তের স্বাদে নুন, ত্বক থেকে নিঃসারিত ঘামে, চোখের জলেও…অশ্রু কি তবে রক্ত থেকে উৎসারিত হয়? আকাশে আকাশ নেই, শূন্য মহাকাশে ভাসে অগণিত ছায়াপথ, গ্রহতারা, কৃষ্ণগহ্বর…এ বিশ্বব্রহ্মাণ্ডের দিগন্ত কোথায়? গান যদি হয় প্রার্থনা সংগীত, যে-মানুষ দুঃখে গান গায়সুর-তাল-লয়ে কোন জীবনের প্রার্থনা করে? সময়ের ক্যানভাসে বয়সের সংখ্যা বেড়ে যায়—এরকম অনেক প্রশ্নের উত্তরএখনো অজানা থেকে গেছে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in