Udbodhan becomes an ideological beacon for the youth of Bengal, who were deeply resentful of British misrule and eager for taking the reins of their motherland into their own hands in a constructive way. The mantra of unselfishness and social service permeates the youth, many of whom turn to a revolutionary path of dangerous self-sacrifice after the attempted partition of Bengal in 1905. Freedom fighters often carry with them the Gita, along with the writings of Swami Vivekananda.
বাংলার যুবসম্প্রদায়ের কাছে ‘উদ্বোধন’ দেশাত্মবোধক ও সেবামূলক প্রেরণার এক প্রধান উৎস হয়ে ওঠে। ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে তরুণ-তরুণীরা ধীরে ধীরে রুখে দাঁড়াতে শুরু করে, বিশেষ করে ১৯০৫ খ্রীষ্টাব্দের বঙ্গভঙ্গের পরে আত্মোৎসর্গের আদর্শ বাঙালীদের মনে জোরালো হয়ে ওঠে। স্বাধীনতা সংগ্রামীরা প্রায়ই সঙ্গে গীতা এবং বিবেকানন্দের লেখা রাখে, তা থেকে সরাসরি প্রেরণা সংগ্রহ করে।