1963 sees the publication of Vivekananda Rachanabali – the complete works of Swami Vivekananda in Bengali. The translations of the English originals were done by Swami Suddhananda. The publication remains a favourite among readers to this day.
১৯৬৩ খ্রীষ্টাব্দে “বিবেকানন্দ রচনাবলী” প্রকাশ পায়, এতে বাংলায় স্বামী বিবেকানন্দের যাবতীয় লেখাকে সংকলিত করা হয়। মূল ইংরেজি থেকে বাংলা অনুবাদগুলি করেছিলেন স্বামী শুদ্ধানন্দ। এই রচনাবলী বইয়ের জগতে এখনো অতি জনপ্রিয়।