১৯০৫ খ্রীষ্টাব্দের ১৮ জুলাই শ্রী কেদারনাথ দাস বেলুড় মঠকে গোপাল নিয়োগী লেনে এক টুকরো জমি দান করেন; নির্মাণকাজ ১৯০৭ খ্রীষ্টাব্দের নভেম্বরে শুরু হয় এবং ১৯০৮-এর শেষদিকে সমাপ্ত হয়। উদ্বোধন অফিসটি নিচতলায়, এবং উপরের তলাগুলি মা সারদার বাসভবন এবং তার ভক্তদের জন্য সংরক্ষিত হয়। উদ্বোধন ১৯০৮-এর নভেম্বরে এই ঠিকানায় তার কার্যালয় তুলে আনে। যেহেতু এটি বেলুড়ের প্রধান কেন্দ্রের একটি সহযোগী প্রতিষ্ঠান, তাই শাখাটির নাম হয় “শ্রীরামকৃষ্ণ মঠ, বাগবাজার”।