১৯০২ খ্রীষ্টাব্দে স্বামী বিবেকানন্দের “হিন্দুধর্ম ও শ্রীরামকৃষ্ণ” লেখাটি প্রকাশিত হয়। এটিই উদ্বোধনে তাঁর শেষ লেখা; ৪ জুলাই স্বামীজি দেহত্যাগ করেন। স্বামী ত্রিগুণাতীত ১৯০২ খ্রীষ্টাব্দের ২৭শে সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোর উদ্দেশে রওনা হন। উদ্বোধনের ভার পরবর্তী সম্পাদকের ওপর বর্তায়।