মন্দিরের সব দ্বার রুদ্ধ হয়ে আছে!

কেউ নেই মন্দিরের আর ততো কাছে,

সকাল সন্ধ্যায় আর দীপ নাহি জ্বলে,

শঙ্খধ্বনি জাগে না তো শুধু পলে পলে,

অন্ধকার মন্দিরের প্রাঙ্গণটি জুড়ে

কিছু কিছু ঘুণপোকা মরে শুধু ঘুরে।

কত মানুষেরা জানি আসত এখানে,

বাতাস মাতিয়ে যেত প্রার্থনার গানে!

সেই ভাঙা মন্দিরের দ্বার খুলে দাও,

হারানো সে গানখানি কণ্ঠে তুলে নাও!

কত মানুষের কত আবেগের ধ্বনি

গানে গানে ভরে যেত বাতাস তখনি!

সেই সব প্রাণময় মুহূর্তেরা আজ

দূরে চলে গেল নাকি? ভাঙা কারুকাজ

কেঁদে কেঁদে ঘুরে ফেরে অন্ধকার সাঁঝে,

হৃদয়ের মধ্যে এক প্রদীপটি আছে;

তাকে জ্বালো, করো আলো প্রার্থনার গীতি,

অন্ধকার দূর হোক্, কেটে যাক ভীতি,

আকুল হৃদয় নিয়ে সামনে দাঁড়াও,

সমর্পণ গানখানি হৃদয়েতে নাও!