ঐ যে বেনিয়াটোলার ট্রাম-লাইনের ধারে
বট আর অশ্বত্থের ঝুরি নেমে আসা বাড়িটাকে দেখছ,
ওখানেই বিপিন থাকত, ওর বাপ-কাকা, ঠাকুরদা,
দুই বোন, আইবুড়ো পিসি, ওর মামাতো ভাই নরেশ,
বছর কয়েক সেও ছিল, বোধহয় নরেশ তখন ডাক্তারি পড়ছে
একে একে সকলেই বাড়িটাকে ছেড়ে গেল ।