Swamijir Bharatprem || স্বামীজীর ভারতপ্রেম
₹15.00
স্বামীজীর জীবনের ঘটনাবলীর মধ্যে যেগুলিতে তাঁর অকৃত্রিম দেশপ্রেম প্রকাশ পেয়েছে সেগুলির মধ্যে থেকে নির্বাচন করে ‘স্বামীজীর ভারতপ্রেম’ নামক নাটকটি রচনা করা হয়েছে। পুণ্যভূমি ভারতবর্ষের প্রতি স্বামীজীর অগাধ ভালোবাসা ছিল। এই নাটকের মধ্যে দিয়ে সেই ভালোবাসার দিকটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ভারতের সনাতন হিন্দুধর্মের পুনরুত্থানে খ্রীস্টান মিশনারিরা, কিছু স্বার্থান্বেষী ধর্মসম্প্রদায় এবং হিন্দুধর্মের গোঁড়া রক্ষণশীল দল শঙ্কিত হয়ে পড়েছিল। এই পটভূমিকে কেন্দ্র করে এই নাটকটির সূচনা হয়।