Swami Vivekanander Samajik O Rajnaitik Vabna : Ekti Sampratik Paryalochana || স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক ভাবনা : একটি সাম্প্রতিক পর্যালোচনা

80.00

বর্তমান সময়ের সাপেক্ষে স্বামীজীর সামাজিক ও রাজনৈতিক ভাবনার বিশ্লেষণ করতে গেলে, এখনকার সামাজিক ও রাজনৈতিক প্রবণতাগুলির প্রেক্ষিতে সেগুলির তাৎপর্য অনুসন্ধান করতে হবে। এই উপস্থাপনার ফল হিসেবে একান্তভাবে স্বামীজীর চিন্তনের অন্য নতুন একটি ব্যাখ্যা পাওয়া যাবে। এই দিকটির কথা মাথায় রেখে লেখক, বর্তমান সময়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবণতার সাপেক্ষে স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক ভাবনা পর্যালোচনা করতে প্রয়াসী হয়েছেন। আধুনিক সময়ে স্বামীজীর ভাবনা ও দর্শনের বিচার প্রসঙ্গে এই বইটি খুবই উল্লেখযোগ্য।