শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনবৃত্তান্ত || Sri Sri Ramakrishna Paramahansadever Jibanvritanta
₹45.00
এই গ্রন্থটি রামচন্দ্র দত্তের ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ সান্নিধ্য, স্বকর্ণে শ্রুত ঠাকুরের মুখনিঃসৃত বাণী ও হৃদয়রাম প্রমুখ ঠাকুরের ঘনিষ্ঠ আত্মীয়দের কাছ থেকে পাওয়া বিবরণের ভিত্তিতে লেখা। এই গ্রন্থটিকে শ্রীশ্রীঠাকুরের জীবন সম্বন্ধে একটি প্রামাণ্য গ্রন্থ বলে গ্রহণ করা যায়। এখানে গুরুর প্রতি শিষ্যের ভক্তিবশত কোন ঘটনার অতিরঞ্জন নেই। ঠাকুরের বৈচিত্র্যময় জীবনের প্রধান প্রধান ঘটনাবলী- জন্ম ও বাল্যকাল থেকে শুরু করে সাধন জীবনের কথা, ভক্তদের প্রতি কৃপা প্রদর্শন এবং অবশেষে মহাসমাধি পর্যন্ত সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।