Shiksha || শিক্ষা

20.00

এই গ্রন্থটি হার্বাট স্পেন্সারের ‘Education’ গ্রন্থের বাংলা অনুবাদ। হার্বাট স্পেন্সার বৌদ্ধিক, নৈতিক এবং ভৌতিক বিষয়ে শিক্ষার প্রয়োগ সম্পর্কে আলোচনা করেছিলেন তাঁর বইতে। স্বামীজী স্পেন্সরের বইটির সংক্ষিপ্ত ভাবানুবাদ করেছিলেন। স্বামীজী নিজে শিক্ষা জীবনের সূচনালগ্নে পাশ্চাত্য দর্শনের প্রতি অনুরক্ত ছিলেন। তাঁর নিজস্ব উপলব্ধির দৃষ্টান্ত এই বইয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। শিক্ষা কী এবং জ্ঞানশিক্ষা, নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা প্রভৃতি সম্পর্কে এই বইতে আলোচনা করা হয়েছে।