Shaktidayi Bhavana || শক্তিদায়ী ভাবনা
₹10.00
মানুষের মনের অন্ধকারকে দূর করার উপায় সম্পর্কে ধারণা তৈরি করার জন্য এই বইটি রচিত। স্বামীজী মানুষের মনের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, নিঃস্বার্থপরতার প্রসঙ্গ উল্লেখ করে ঈশ্বর প্রেমে ব্রতী হয়ে মনের মধ্যে শক্তি বৃদ্ধির কথা বলেছেন। তাঁর উদ্দীপনাময় বাণীগুলি এই বইতে রয়েছে যার মাধ্যমে আমাদের মনের বিবিধ ভয় দূর হবে এবং মনের মধ্যে আশার আলো উদ্দীপ্ত হবে।