Ramakrishna-Vivekanander Vani || রামকৃষ্ণ – বিবেকানন্দের বাণী

5.00

স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ মুম্বাই আশ্রমের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এবং বৃন্দাবন আশ্রমে শ্রীরামকৃষ্ণ-মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে যে দুটি ভাষণ প্রদান করেছিলেন সেই দুটি এই পুস্তিকাতে প্রকাশিত হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের বাণীগুলির ব্যাখ্যা সহজভাষায় তিনি পাঠকদের কাছে তুলে ধরেছেন এবং বৃন্দাবনে রামকৃষ্ণ মন্দির নির্মাণের প্রেক্ষাপট ও মন্দিরের আধ্যাত্মিক ভিত্তি সম্পর্কে আলোচনা করেছেন।