Moroner Pore || মরণের পরে
₹15.00
জীবের জন্মের মতোই মৃত্যুও অবশ্যম্ভাবী এক সত্য। কিন্তু মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ অস্বচ্ছ। হিন্দুশাস্ত্র জন্মান্তরবাদকে মান্যতা দিয়েছে। স্বামীজীর এই বইতে সেই জন্মান্তরবাদ সম্পর্কেই আলোচনা করা হয়েছে। তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্যে যুক্তি-বিচারবোধের দ্বারা জন্মান্তরবাদের রহস্যকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এই পুস্তিকাতে।