Dainadin Jivane Divyananda || দৈনন্দিন জীবনে দিব্যানন্দ
₹5.00
শ্রীরামকৃষ্ণ ভাবানুসারী হয়ে প্রেম-ভক্তিলাভ এবং মনুষ্যত্বের সার্থক রূপায়ণে মানুষ যে পুণ্যপথে উত্তীর্ণ হয়ে জীবন ধন্য করে, অতি সংক্ষিপ্তাকারে এই গ্রন্থে সেই বিষয়েই বর্ণনা করা হয়েছে। এছাড়া, প্রাত্যহিক জীবনে প্রেম, মৈত্রী এবং সৎকর্ম দ্বারা কীভাবে সংসারের মধ্যে থেকেও আধ্যাত্মিক আনন্দ লাভ করা যায় সেই বিষয়েও এই বইয়ে আলোচনা করা হয়েছে।