Chikago Vaktrita || চিকাগো বক্তৃতা

10.00

১৮৯৩ সালে শিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রসঙ্গে যে বক্তৃতা দিয়েছিলেন তা এই গ্রন্থের মূল বিষয়বস্তু। ধর্মসভায় স্বামীজির বক্তৃতায় তাঁর সুমার্জিত ধীশক্তি, অদ্ভুত মেধা এবং অসাধারণ বাগ্মীতার পরিচয় পাওয়া যায় যা এই গ্রন্থের মধ্যে পাওয়া যাবে। এছাড়াও শিকাগোতে থাকাকালীন মহিলা সদনে প্রদত্ত বক্তৃতা ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত স্বামীজির বক্তৃতার সংক্ষিপ্তসার এই গ্রন্থে রয়েছে।