Description
পণ্ডিত শ্রীরাজেন্দ্রনাথ ঘোষ, বেদান্তভূষণ
প্রকাশিত হল পণ্ডিতপ্রবর শ্রীরাজেন্দ্রনাথ ঘোষ (বেদান্তভূষণ)-এর লেখা একটি অনন্যসাধারণ গ্রন্থ । গ্রন্থকার দার্শনিক দৃষ্টিভঙ্গিতে শ্রীরামকৃষ্ণের অবতারত্ব বিশ্লেষণ করেছেন অনুমান-প্রমাণ সহায়ে । এই অনুমানে তিনি হেতু হিসেবে ধর্মসংস্থাপনরূপ কার্যকে উল্লেখ করেছেন । এই গ্রন্থ অবতারবরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে বুঝতে চাওয়ার এক অভিনব প্রয়াস ।