Description
শিকাগো ধর্মমহাসভায় স্বামীজীর বক্তৃতাদান প্রসঙ্গে নিবেদিতা বলেছেন যে, যখন স্বামীজী বক্তৃতা আরম্ভ করলেন, তখন তাঁর বলার বিষয় ছিল ‘হিন্দুদের ধর্মভাবসমূহ’, কিন্তু যখন তিনি শেষ করলেন, তখন হিন্দুধর্ম নতুন রূপ পেয়ে গিয়েছে । স্বামীজীর অপূর্ব বাক্যবিন্যাসে হিন্দুধর্মের নবোত্থানের কথা ধরা রইল এই গ্রন্থে ।