স্বামী বিবেকানন্দ – যুব সমাজের আদর্শ || Swami Vivekananda – Yuva Samajer Adharsha

5.00

স্বামী বিবেকানন্দ তারুণ্যের প্রতিমূর্তি। তাঁর অগ্নিময় বাণীর অধিকাংশই ছিল যুবসমাজের উদ্দেশে। তাঁর বাণীর অমোঘ প্রভাবেই প্রাক্‌স্বাধীনতা পর্বের দেশের যুবসমাজকে মাতৃভূমির শৃঙ্খল-মোচনে সর্বস্ব সমর্পণ করতে প্রেরণা যুগিয়েছিল। বর্তমানেও দেশ-গঠনের জন্য তাঁর বাণী যুবসমাজের কাছে যে গ্রহণযোগ্য, সে বিষয়টি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন স্বামী গোকুলানন্দজী মহারাজ এই পুস্তিকাতে।