স্বামী প্রেমানন্দের জীবন ও স্মৃতিকথা || Swami Premanander Jivan O Smritikatha

100.00

শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ পার্ষদ্গণের মধ্যে যে ছয়জনকে তিনি ‘ঈশ্বরকোটী’ রূপে চিহ্নিত করে গেছেন, তাঁদের মধ্যে বাবুরাম মহারাজ, অর্থাৎ স্বামী প্রেমানন্দ অন্যতম। তিনি ছিলেন একাধারে প্রেম ও ভক্তির উৎসমুখ, তাঁর অনন্য সাধারণ জীবনে আমরা এই প্রেম ও ভক্তির অপূর্ব সমাবেশ লক্ষ্য করি। স্বামী চেতনানন্দ কর্তৃক সংকলিত ও সম্পাদিত ‘স্বামী প্রেমানন্দের জীবন ও স্মৃতিকথা’ বইতে আমরা তাঁর পুণ্য সঙ্গ ও সংস্পর্শে যাঁরা আসার সুযোগ পেয়েছিলেন, তাঁদের দৃষ্টিতে বাবুরাম মহারাজকে দেখতে পাবো। বইটি সেইদিক থেকে বৈশিষ্ট্যের দাবি রাখে।