স্বামীজীর আহ্বান || Swamijir Ahwan
₹6.00
ঐতিহ্য-বর্জনের বিশ্বব্যাপী উন্মাদনায় শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয়ের জন্য প্রয়োজন উপযুক্ত নেতৃত্বের। সেই নেতৃত্ব আসবে তরুণদের মধ্য থেকেই। এমন বিশ্বাসই রেখেছেন স্বামী বিবেকানন্দ। তাই তাদের উদ্দেশেই ‘স্বামীজীর আহ্বান’। সংকলনটি প্রধানত স্বামীজীর বাংলা রচনা ও কথোপকথন থেকে সংগৃহীত। কিছু অংশ ইংরেজী থেকেও অনুবাদ করা। স্বামীজীর আহ্বানে বাংলা তথা ভারতের যুবসমাজ স্বদেশ ও বিশ্বের কল্যাণব্রতে নির্ভীক হৃদয়ে আত্মনিয়োগ করবে এমনটাই আশা করা যায়।