সারগাছির স্মৃতি || Sargachir Smriti

50.00

১৯৫৮ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত স্বামী সুহিতানন্দজী মহারাজ স্বামী প্রেমেশানন্দ মহারাজের সেবা করার সৌভাগ্য লাভ করেছিলেন। স্বামী প্রেমেশানন্দ মহারাজের সঙ্গে সাধু-ভক্তের যে সৎপ্রসঙ্গ হতো সেগুলি সুহিতানন্দজী লিখে রাখতেন। সেই সংগ্রহগুলি উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হতে থাকে। পরবর্তীকালে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রকাশিত সৎপ্রসঙ্গগুলি বেশকিছু সংশোধন ও পরিমার্জনের পর ‘সারগাছির স্মৃতি’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।