শ্রীশ্রীলাটু মহারাজের স্মৃতি-কথা || Sri Sri Latu Maharajer Smriti-Katha

90.00

যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম অন্তরঙ্গ সেবক শ্রীশ্রীলাটু মহারাজের জীবনী ও উপদেশ সম্পর্কে পাঠকদের জানতে এই বইটি সাহায্য করবে। এখানে লাটু মহারাজের জীবন বৃত্তান্ত এবং রামকৃষ্ণ পদপ্রান্তে সেবাকার্যে নিয়োজিত হওয়ার নানা কাহিনী উঠে এসেছে। এই বইয়ের মাধ্যমে শ্রীশ্রীলাটু মহারাজের অলোকসামান্য ভাগবত জীবনের ভাস্বররূপ সহজভাবে পাঠকদের কাছে ফুটে উঠেছে।