Description
কাশীর গৌরবময় ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় মহত্ত্ব এবং আধ্যাত্মিক তন্মাত্রার সঙ্গে পাঠকদের পরিচিত করার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী উদ্বোধন পত্রিকার ফাল্গুন ১৪৩০ সংখ্যার বিষয় ছিল কাশী। সেই সংখ্যায় প্রকাশিত মননশীল লেখকদের রচিত প্রবন্ধগুলিতে কাশীর ঐতিহাসিক, সাংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার স্পর্শ পেয়ে পাঠকচিত্ত অভিভূত। পাঠকদের বিপুল চাহিদার কথা স্মরণে রেখে উদ্বোধন-এর এই সংগ্রহযোগ্য সংখ্যাটি শিবপুরী কাশী নামে গ্রন্থাকারে আত্মপ্রকাশ করেছে।