শিক্ষা প্রসঙ্গ || Shiksha Prasanga

35.00

স্বামীজীর গভীর চিন্তাপ্রসূত শিক্ষাদর্শ নব্যভারতের গঠনমূলক কার্যে ও শিক্ষাক্ষেত্রে কীভাবে কার্যকর হতে পারে এবং শারীরিক, মানসিক ও নৈতিক উন্নতিসাধনে কীভাবে সাহায্য করতে পারে তা, তাঁর ভাবগম্ভীর উক্তিসকলের মাধ্যমে অতি সুন্দরভাবে ফুটে ওঠে। শিক্ষাসম্পর্কিত স্বামীজীর এই তথ্যপূর্ণ বাণীসমূহ সংগ্রহ ও শ্রেণীবদ্ধ করে প্রবন্ধাকারে ‘শিক্ষাপ্রসঙ্গ’ নামে প্রকাশ করা হয়েছে। এই বইতে তাই শিক্ষা সম্পর্কিত স্বামীজীর ধারণাগুলি সম্পর্কে এক প্রাথমিক জ্ঞান পাওয়া যাবে।