মাতৃদর্শন || Matri Darshan

100.00

শ্রীশ্রীমায়ের মাতৃভাব অপূর্ব ও অপ্রতিম। মানব-ইতিহাসে শ্রীশ্রীমায়ের এ মাতৃভাব উজ্জ্বলতম ও মহত্তম দৃষ্টান্ত। তিনি তাঁর ঈশ্বরীয় ভাব অন্তরালে রেখে সকল মানুষের হৃদয়-মন্দিরে মাতৃরূপে সুপ্রতিষ্ঠাতা। স্বামী চেতনানন্দজী ৪৭টি পুণ্য স্মৃতিকথা সঞ্চয়ণ করে এই বইটি রচনা করেন। সকল নিবন্ধের মধ্যেই মায়ের অপ্রতিম মাতৃভাবের দৃষ্টান্ত পাঠক উপলব্ধ করতে পারবে।