Description
বৃন্দাবনের আধ্যাত্মিক বাতাবরণ ও সংস্কৃতির বিপুল সম্ভার নিয়ে প্রকাশিত ‘উদ্বোধন’ ভাদ্র ১৪৩১ সংখ্যাটি পাঠকদের বিপুল সমাদর পেয়েছে। পত্রিকার স্থায়িত্বকাল সীমিত হওয়ার কারণে পাঠকদের চাহিদার বিষয়টি স্মরণে রেখে উদ্বোধনের ওই দুর্লভ সংখ্যাটি ‘মধুপুরী বৃন্দাবন’ নামে গ্রন্থাকারে আত্মপ্রকাশ করল। প্রবীণ ও নবীন মননশীল লেখকদের কলমে বৃন্দাবনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলটি দুই মলাটে সুন্দর ভাবে পরিস্ফুট হয়েছে। ব্রজভূমি চলার পথে ভ্রমণসঙ্গী হতেই পারে এই গ্রন্থ।