পাতঞ্জল-যোগসূত্র || Patanjal Yogasutra
₹20.00
মহর্ষি পতঞ্জলি-বিরচিত যোগসূত্র স্বামী বিবেকানন্দ তাঁর ‘রাজযোগ’ শীর্ষক গ্রন্থে বিশদভাবে ব্যাখ্যা ও আলোচনা করেছেন। এই বিষয়ে এই গ্রন্থটিই প্রামাণিক। কিন্তু পূজ্যপাদ স্বামী প্রেমেশানন্দজী মহারাজ তাঁর শেষ বয়সে ধারাবাহিক আলোচনার মাধ্যমে ওই যোগসূত্র আনুপূর্বিক ব্যাখ্যা করেন যা ‘উদ্বোধন’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকে। এই বইতে সেই ধারাবাহিক আলোচনা গ্রন্থাকারে প্রকাশিত হয়।