চিরন্তনী সারদা || Chirantani Sarada
₹75.00
উদ্বোধন-বাটীতে শ্রীশ্রীমায়ের শুভ পদার্পণ-তিথিতে শ্রীশ্রীমায়ের সম্পর্কে ‘চিরন্তনী সারদা’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে।এই গ্রন্থের প্রথম ১৫টি নিবন্ধ মূলত ‘উদ্বোধন’ পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় লেখা যার রচয়িতা স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। শেষের দুটি প্রবন্ধ ‘শতরূপে সারদা’ বইতে প্রকাশিত হয়ে থাকলেও এই বইয়ের জনইয় বিশেষ করে পরিমার্জন এবং পরিবর্ধন করা হয়েছে।