- You cannot add "ধর্ম বিজ্ঞান || Dharma Vijnana" to the cart because the product is out of stock.
কেনোপনিষৎ || KENOPANISHAD ( BHUTESHANANDA )
₹300.00
বেদান্ত পরম্পরায় প্রস্থানত্রয় তিনটি স্তম্ভস্বরূপ, যা সুপ্রাচীনকাল থেকে ভারতীয় ধর্ম ও দর্শনকে ধরে রেখেছে। সামবেদের তলবকার ব্রাহ্মণের অন্তর্গত কেনোপনিষৎ শ্রুতিপ্রস্থানের অন্যতম অঙ্গ। শঙ্করাচার্য কেনোপনিষদের পদভাষ্য ও বাক্যভাষ্য নামক দুটি ভাষ্য রচনা করেন। বর্তমান গ্রন্থটি পদভাষ্য অবলম্বনে আলোচিত হয়েছে।
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সঙ্ঘাধ্যক্ষ পরমপূজনীয় স্বামী ভূতেশানন্দজী মহারাজ দীর্ঘদিন শাঙ্করভাষ্য অবলম্বনে বেলুড় মঠের সাধু-ব্রহ্মচারীদের কেনোপনিষৎ পড়িয়েছেন। সেই প্রবচনগুলিই রেকর্ড করে রাখা হয়েছিল। ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের অক্লান্ত পরিশ্রমে সেগুলি লিখিত রূপ পায় এবং সম্পাদিত হয়ে বৈশাখ ১৪২৮ সংখ্যা থেকে ‘উদ্বোধন’ পত্রিকায় প্রকাশিত হতে থাকে। পূজনীয় মহারাজের ব্যাখ্যা অত্যন্ত সুগভীর ও বিস্তৃত হওয়ায় পত্রিকায় আলোচনাটি প্রকাশিত হতে দীর্ঘ সময় প্রয়োজন—এই কথা ভেবে পাঠকদের সুবিধার্থে আমরা সেটিকে গ্রন্থাকারে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।
বর্তমান সংস্করণে ব্যাখ্যা যথাসম্ভব মূলানুগ রাখার চেষ্টা করা হয়েছে। যেখানে পূজনীয় মহারাজ কিছু বলেননি সেখানে তৃতীয় বন্ধনীর মধ্যে কিছু শব্দ দিয়ে ভাবের সন্ততি বজায় রাখা হয়েছে। ব্যাখ্যায় পারিভাষিক শব্দ ব্যবহৃত হলে পাদটীকার মাধ্যমে স্পষ্টীকরণের চেষ্টা করা হয়েছে। পাদটীকা তৈরির ক্ষেত্রে দুর্গাচরণ সাংখ্যবেদান্ততীর্থ মহাশয় ও ব্রহ্মচারী মেধাচৈতন্য মহারাজ-প্রণীত পুস্তক এবং ‘তর্কসংগ্রহ’-র সাহায্য নেওয়া হয়েছে।
বহু পাদটীকা ও তথ্যসূত্র সম্বলিত পূজনীয় মহারাজকৃত কেনোপনিষৎ গ্রন্থটি শাস্ত্রপ্রেমীদের মধ্যে আশা করি সাদরে গৃহীত হবে।