করুণারূপিণী জননী শ্রীসারদাদেবী || Karunarupini Janani Sri Saradadevi

25.00

শ্রীশ্রীমা সারদাদেবী জীবনের বিচিত্র কাহিনী তাঁর ভক্তমন্ডলীর কাছে সবসময়েই আকর্ষণীয়। এ বিষয়ে গ্রন্থাদিও অনেক আছে। তবু রামকৃষ্ণ মিশনের প্রবীণ সাধু স্বামী ধর্মানন্দ রচিত করুণাঘন শ্রীমায়ের জীবনালেখ্য ‘করুণারূপিণী জননী সারদাদেবী’ শীর্ষক সংকলন গ্রন্থটি তাঁর ভক্তমনের অভিব্যক্তিগুণে কিছু বৈশিষ্ট্যের দাবি রাখে। এই গ্রন্থটির ভূমিকা লিখেছেন প্রখ্যাত ইতিহাসবিদ্‌ অধ্যাপক নিশীথরঞ্জন রায়।