Description
উদ্বোধন পত্রিকা (ভাদ্র)১৪৩১ ।। Udbodhan Patrika(August)2024
বৃন্দাবন ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িত এক পবিত্র শহর। সংস্কৃতির সঙ্গে যুক্ত এই ব্রজতীর্থের যেমন এক অতীতের ইতিহাস রয়েছে, তেমনই একে ঘিরে রয়েছে বিভিন্ন আখ্যান। আধ্যাত্মিক বাতাবরণ ও সংস্কৃতির বিপুল সম্ভার নিয়ে সে শুনিয়ে চলেছে প্রাণ-ধারার মিলনের বাণী। উদ্বোধনের পাতায় এবার তাই ‘বৃন্দাবন’ কথা। এই সংখ্যায় যেমন থাকছে বাঁকেবিহারীর প্রসঙ্গ, তেমনই থাকছে এই তীর্থের সপ্তদেউলের কাহিনি। এছাড়াও ইতিহাসের আখ্যানের সঙ্গে প্রসঙ্গক্রমে এসেছে হরিদাস ও মীরাবাইয়ের প্রসঙ্গও। আলোচনা হয়েছে ব্রজভূমির দোল এবং ব্রজধামে আগত শ্রীরামকৃষ্ণের পার্ষদবৃন্দদের নিয়ে। বিভিন্ন প্রাবন্ধিকের অনুভূতিতে উঠে আসা সেই ভাষ্য এবার আপনাদের জন্য…