Description
রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দোলনের অন্যতম উদ্দেশ্য সাম্য ও একত্বের বাণী প্রচার। শ্রীরামকৃষ্ণ তাঁর কাণ্ডারি। তাই উদ্বোধন-এর এবারের সারস্বত সাধনার বিষয় স্বয়ং শ্রীরামকৃষ্ণ। এই সংখ্যার সূচনাতেই আছে, শ্রীরামকৃষ্ণকে নিয়ে স্বামী অব্জজানন্দজীর একটি মনোজ্ঞ প্রবন্ধ। এছাড়াও রয়েছে ঠাকুরের শ্রীকণ্ঠে গাওয়া একটি বিশেষ গানের লেখক-উৎস খুঁজে দেখার প্রয়াস। কখনো প্রচেষ্টা হয়েছে বাংলা পঞ্জিকার ছাপাইচিত্রে শ্রীরামকৃষ্ণ-প্রসঙ্গ আলোচনার। আবার একাধিক প্রবন্ধে বর্ণিত হয়েছে কথামৃতের প্রকৃতি-চেতনা বা শৈলীগত দিকগুলি। রয়েছে ঠাকুর ও স্বামীজীকে নিয়ে দুটি ধারাবাহিক প্রবন্ধ। স্বামী দুর্গানাথানন্দজীর কলমে উঠে এসেছে রামকৃষ্ণ-সংঘের সাধনার অঙ্গ হিসেবে শিবনাম-সংকীর্তন প্রসঙ্গটি। প্রতিবারের মতই পাঠকদের উদ্দেশ্যে রয়েছে কবিতা, প্রাসঙ্গিকী, গ্রন্থ-পরিচয় ও পত্রিকা প্রসঙ্গের মতন নিয়মিত বিভাগগুলি। আশা করি শ্রীরামকৃষ্ণ-ভাবগঙ্গায় পাঠকদের এই অবগাহন হৃদয়-তন্ত্রীতে প্রাণের স্পন্দন জাগরিত করবে।