Description
উদ্বোধনের সারস্বত সাধনার লক্ষ্য, পাঠকদের এক সদর্থক ভাবের উচ্ছ্বাসে ক্রমাগত আন্দোলিত করা। অগ্রহায়ণ ১৪৩১ সংখ্যাও তার ব্যতিক্রম নয়। প্রেমপাথার, শাস্ত্র, বোধনমন্ত্র, দিব্যমূর্তি প্রভৃতি ধারাবাহিক এই পর্যায়গুলির সঙ্গে সঙ্গে এই সংখ্যায় থাকছে স্বাস্থ্য সম্পর্কে স্বামী বিবেকানন্দের সচেতনতার প্রসঙ্গটি। স্বামীজী শরীর সুস্থ রাখার বিষয়ে কতটা নজর দিতেন সেই বিষয়ে লিখছেন স্বামী সত্যেশানন্দজী মহারাজ। কেমনভাবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন ও দেখতে চেয়েছিলেন ভারতবর্ষকে? শুভংকর ঘোষ রায় চৌধুরীর কলমে ধরা থাকছে সেই বিষয়টি। যখন আজকের পরিবেশ ক্রমাগত দূষিত হয়ে চলেছে, বিঘ্নিত হচ্ছে বাস্তুতন্ত্রের স্বাভাবিক বিন্যাস তখন ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত সুন্দরবনের অবস্থা কেমন? মৃন্ময় ভারতীর ভাষ্যে উঠে এসেছে সেই অঞ্চলের সামাজিক বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রসঙ্গ