আদর্শ নেতা কীভবে হওয়া যায় || Adarsha Neta Kibhabe Hawa Jay
₹5.00
স্বামী গৌতমানন্দজী মহারাজ কর্তৃক রচিত ‘How to be a Leader’ বইটির বাংলা অনুবাদ এই পুস্তিকাটি। নেতৃত্ব সম্বন্ধে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনার কিছু মণিমাণিক্য এই পুস্তিকায় সংকলিত হয়েছে। গভীর প্রজ্ঞার আলোকে উজ্জ্বল এই বক্তব্যগুলি থেকে আমরা বুঝতে পারবো, কীভাবে পরস্পরকে বিশ্বাস করে, ঐক্যবদ্ধ হয়ে, সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করলে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন কর্মক্ষম ও সমৃদ্ধ হয়ে ওঠে।