গত ২৯ নভেম্বর শ্রীমৎ স্বামী প্রেমানন্দজী মহারাজের শুভ আবির্ভাবতিথিতে
উৎসব-অনুষ্ঠান আবির্ভাবতিথি পালন : গত ২ ও ৪ নভেম্বর ২০২৫ যথাক্রমে শ্রীমৎ স্বামী সুবোধানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজের আবির্ভাবতিথিতে তাঁদের জীবনী ও বাণী পাঠ করেন স্বামী ধর্মরূপানন্দ ও স্বামী বিশ্বাধিপানন্দ। শ্রীশ্রীমায়ের আবির্ভাবতিথি পালন : গত ১১ ডিসেম্বর ২০২৫ বেদপাঠ, ভজন, সানাইবাদন, বিশেষ পূজা, শ্রীশ্রীচণ্ডীপাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রন্থপ্রকাশ প্রভৃতির মাধ্যমে মহাসমারোহে শ্রীমা সারদাদেবীর ১৭৩তম আবির্ভাবতিথি উদ্যাপিত হয়। উদ্বোধন কার্যালয়ের ‘সারদানন্দ হল’-এ শ্রীশ্রীমায়ের কথা পাঠ ও আলোচনা করেন স্বামী সর্ববন্দ্যানন্দ। ধর্মসভায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ছন্দক মজুমদার। স্বাগত-ভাষণ প্রদান করেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। ভাষণ দেন স্বামী কমলস্থানন্দ ও স্বামী একচিত্তানন্দ। মাতৃসংগীত ও এসরাজবাদন পরিবেশন করেন যথাক্রমে শৌভিক দত্ত ও তথাগত মিশ্র। পদাবলি কীর্তন, কালীকীর্তন ও ভক্তিগীতি পরিবেশন করেন যথাক্রমে সুরজিৎ সেন, সৃজন চট্টোপাধ্যায় ও স্বামী শিবাধীশানন্দ। এদিন প্রায় ১২,৫০০ ভক্ত খিচুড়ি প্রসাদ এবং সারাদিন ধরে হাজার হাজার ভক্ত মিষ্টি ও ফলপ্রসাদ গ্রহণ করেন। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ৯ ও ২৩ এবং ১৬ নভেম্বর যথাক্রমে শ্রীশ্রীমায়ের কথা এবং শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত পাঠ ও আলোচনা করেন স্বামী শক্তিময়ানন্দ ও স্বামী অধিযজ্ঞানন্দ। বিশেষ অনুষ্ঠান গত ২৫ নভেম্বর স্থানীয় ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে ‘স্বামী স্মরণানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী ঈশাত্মানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। স্বামী স্মরণানন্দজী মহারাজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন কৌস্তভ পাল। নতুন ভবনের দ্বারোদ্ঘাটন গত ২৯ নভেম্বর শ্রীমৎ স্বামী প্রেমানন্দজী মহারাজের শুভ আবির্ভাবতিথিতে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ শ্রীশ্রীমায়ের বাড়ীতে শুভাগমন করে নবনির্মিত মাল্টিপারপাস বিল্ডিং ‘মা সারদা ধাম’-এর দ্বারোদ্ঘাটন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ; পশ্চিমবঙ্গ সরকারের শিল্প ও বাণিজ্য, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী মাননীয়া শশী পাঁজা; কলকাতা পৌরসভার মেয়র এবং নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম এবং বহু সন্ন্যাসী ও ব্রহ্মচারী। এই উপলক্ষে শ্রীশ্রীচণ্ডীপাঠ, বিশেষ পূজা, শোভাযাত্রা,...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
