ধীমান বাল্মীকি
ধর্মার্থ সহিত শ্রীরামচরিত
নারদ ঋষির কাছে শুনিয়া সমগ্র
সমধিক জানিবারে
বিধিমত বসি দর্ভাসনে
[পূর্বানুবৃত্তি : পৌষ ১৪৩২ সংখ্যার পর]।।৪।। তৃতীয়-চতুর্থ সর্গ রামায়ণ রচনা—কুশ ও লবেররামায়ণ গান : ধীমান বাল্মীকিধর্মার্থ সহিত শ্রীরামচরিতনারদ ঋষির কাছে শুনিয়া সমগ্রসমধিক জানিবারেবিধিমত বসি দর্ভাসনে করি আচমনরহি কৃতাঞ্জলিপুটে হইলেন যোগমগ্নঅনন্তর ধ্যানেশ্রীরাম, লক্ষ্মণ, সীতা প্রজাবর্গসহভার্য্যাদের সাথে দশরথ রাজনেরহাস্য, বাক্য, গতি সর্ব;লক্ষ্মণ সীতার সনে বন-পর্য্যটনেসত্যসন্ধ রামের বীক্ষণহেরিলেন ধর্মাত্মা বাল্মীকি‘করতলগত যেন আমলক ফল’।যোগপথাশ্রিত হ’য়ে হেরিয়া সকলধর্মার্থ কামার্থ গুণেসাগর রত্নের মতঅতি সারবান সর্বশ্রুতিমনোহররচিলেন মহামতিরঘুবংশ শ্রীরামচরিত নারদ বর্ণিতশুভ সন্দর্ভের সার।মহামুনি গ্রন্থে তাঁররাম-লব্ধ রাজ্য আর রাবণ সংহার,সীতার উদ্ধার, বহু শক্তি পরিচয়,লোকনিষ্ঠা, ক্ষমা, সাম্য সকল বিষয়বিচিত্র পদেতে রচিচতুর্বিংশসহস্র শ্লোকেতেপঞ্চশত সর্গ ভাগেছয় কাণ্ডে রচিআরো সপ্তকাণ্ডে তাহা করিয়া সমাপ্তগাঁথিলেন সপ্তমণি সমুজ্জ্বল হার।গ্রন্থশেষে উপজিলচিন্তা শুধু তাঁরহবে ইহা কিরূপে প্রচারজগতের হিতের যোগ্য দিব্য সমাচার?হেনকালে মুনিবেশীতরুণ কিশোর দুটি আশ্রম নিবাসীকুশীলব ভ্রাতা আসিবাল্মীকিরে করেন প্রণাম।মেধাবী, বেদজ্ঞ, অতি বুদ্ধি সুমার্জ্জিতস্বরজ্ঞ দেখিয়া বাল্মীকিকরুণানিলয় মুনি ত্রিকালজ্ঞ ধীরসাদরে উভয়ে করিয়া গ্রহণরাবণ-নিধন আর রামের চরিতস্বরচিত রামায়ণ করালেন গীত।শিক্ষা লভি দুটি ভ্রাতাপাঠে, গানে, সুমধুরদ্রুত, মধ্য, বিলম্বিত তানেষড়জ, ঋষভ আদি সপ্তস্বর দানেতন্ত্রী বাদ্যে লয়ে সমে গীতিযোগ্য যাহাকৃতান্ত রাবণ বধশ্রীরামের জয়শৃঙ্গার, করুণ, হাস্য, রৌদ্র, ভয়ানকবীর আদি রসাত্মক গাহিলেন কাব্য মধুময়।গন্ধর্ব্বতত্ত্বজ্ঞ কুশলব গন্ধর্ব্বের রূপমধুকণ্ঠ, সুধাভাষীসর্ব্বগুণে সুলক্ষণ রয়েছে প্রকাশি।রাম অনুরূপ দুটিতাঁরি বিম্বে সমুৎপন্ন প্রতিবিম্ব যেন।মহানন্দে রামগান করে ভ্রাতৃদ্বয়সাধু, ঋষি, দ্বিজ শুনিপ্রীত অতিশয়।কুশীলব রামায়ণ গীতিশ্রুতিমাত্র জাগে প্রীতি পুলক বিস্ময়প্রেমাশ্রুতে গদ গদ স্তব্ধ সবে রয়।গীত-মুগ্ধ ঋষি মুনি সাধুবাদ দানিতাঁহাদের তরেকলস, বল্কল দেন সবারে সাদরে।কেহ কৃষ্ণাজিন, কেহ যজ্ঞসূত্র, হারকমণ্ডলু, মৌঞ্জী, কেহ কৌপীন বসন,কষায় বস্ত্রেরে আর জটার বন্ধনীকাষ্ঠ সংগ্রহের রজ্জু, যজ্ঞপাত্র আনিরাখেন তাঁদের কাছেবহু কাষ্ঠ ভার,উদুম্বরী রচা পীঠ, কুটজ কুসুমদেন উপহারযথাসাধ্য যার।আর যারা করে নাই দানরাখিবারে মানবাল্মীকির অনুপম কবিত্বের প্রশংসা করিয়াএকবাক্যে কুশীলবে আশীর্ব্বাদ দানি‘দীর্ঘজীবী হও’ কহি গেলেন চলিয়া।কুশীলব ভ্রাতৃদ্বয়সুখোদ্দীপ্ত আয়ুষ্কর গাহি রামায়ণকরিলেন সর্ব্বত্রই সুখ্যাতি অর্জ্জন।একদা সহসা তাঁরারাজপথে অযোধ্যায় গীত গাহি ভ্রমিবার কালেতাঁহাদের সাথেরামচন্দ্র মহারাজ নয়নে নয়নঘটিল মিলন।রামায়ণ গীতি শুনি নৃপতি শ্রীরামসাদরে তাঁদের ভবনে আনিয়াবসালেন হেম সিংহাসনে।লক্ষ্মণ, শত্রুঘ্ন আর ভরতের সাথেলইয়া আসন দিলেন আদেশ রামগাহিবারে গীত। কহিলেন পুনরায়“দেবতুল্য নবীন...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
