উত্তর এবং পশ্চিম ভারত থেকে স্বামীজী পৌঁছালেন দক্ষিণে। দক্ষিণেই স্বামীজীর
উত্তর এবং পশ্চিম ভারত থেকে স্বামীজী পৌঁছালেন দক্ষিণে। দক্ষিণেই স্বামীজীর সিদ্ধান্ত—দেশের জন্য এবং ঠাকুরের কাজে তাঁকে পাশ্চাত্যে যেতে হবে। আমরা জানি, এই বিদেশযাত্রায় অন্তরায় ছিল অনেক। তবুও সাধারণ মানুষের চাঁদা থেকে শুরু করে দেশীয় রাজাদের আর্থিক অনুদানে স্বামীজী যোগ দেন শিকাগো ধর্মমহাসভায়।স্বামীজীর পাশ্চাত্যগমনের ক্ষেত্রে দুজনের অবদান সর্বাধিক আলোচিত—খেতড়িরাজ অজিত সিং ও রামনাদের রাজা ভাস্কর সেতুপতি। দুজনেই স্বামীজীর ভক্ত এবং রসদদার। “ভক্তমধ্যে ছোট বড় জ্ঞান হয় ভ্রম।/ সকলে আমার পূজ্য বুঝিবে এমন।”১ শিরোধার্য করলেও তথ্যানুসন্ধানের স্বার্থে কোনো কোনো সময় ভক্ত-অবদান আতশকাচের নিচে রাখতে হয়। আর সেটি করলে আগ্রহী পাঠক-গবেষকরা যেন এক ত্রিমুখী স্রোতে গিয়ে পড়েন। প্রথম স্রোত—বেণীশঙ্কর শর্মা লিখিত Swami Vivekananda—A Forgotten Chapter in His Life, দ্বিতীয় স্রোত—স্বামী গম্ভীরানন্দের যুগনায়ক বিবেকানন্দ এবং তৃতীয়—শঙ্করীপ্রসাদ বসুর বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ। প্রথম গ্রন্থটির বক্তব্য—স্বামীজীর আমেরিকা-যাত্রার মূল পৃষ্ঠপোষক অজিত সিং, তাঁর অবদান সর্বাধিক। এই মত পুরোপুরি মানেননি স্বামী গম্ভীরানন্দ—“উক্ত গ্রন্থে শর্মাজী একদিকে যেমন অনেক নূতন তথ্য পরিবেশন করিয়াছেন, অপরদিকে তেমনি স্থানবিশেষে ঐ তথ্যগুলির মনগড়া ব্যাখ্যা দিতে গিয়া কিছু ভ্রান্তিরও সৃষ্টি করিয়াছেন।”২ বেণীশঙ্করের গ্রন্থে কোথায় কোথায় সংশয়ের অবকাশ তা ‘যুগনায়ক’-প্রণেতা ব্যক্ত করেছেন এবং মোটের ওপর মান্যতা দিয়েছেন দক্ষিণের অবদানকেই। বিবেকানন্দ-গবেষক শঙ্করীপ্রসাদ বসু আবার প্রথমোক্ত দুই গ্রন্থের সমন্বয়ে এবং অন্য তথ্যের সমাহারে সামান্য এগিয়ে রেখেছেন অজিত সিংকে। আপাতত আলোচ্য ভাস্কর সেতুপতি।The Life of Swami Vivekananda অনুসারে, ভাস্কর সেতুপতি স্বামীজীর বিদেশযাত্রার জন্য দশ হাজার টাকা দিতে চান, স্বামীজী প্রথমে তা নেননি। পরে দক্ষিণের ভক্তরা যখন প্রতিশ্রুত অর্থ চেয়েছিলেন, তখন ভাস্কর সেতুপতি তা দিতে অস্বীকার করেন।৩ কেন? পূর্বোক্ত Life গ্রন্থে রামনাদ-রাজের অর্থ-আখ্যানটি সংগৃহীত হয়েছে উদ্বোধন পত্রিকায় প্রকাশিত স্বামী শিবানন্দজীর স্মৃতি-আলেখ্য থেকে। আমরা উৎসে দেখে নিই মহাপুরুষ মহারাজ কী বলেছিলেন—“…অনেক স্টেট ঘুরে স্বামিজী রামনাদে এলেন। রামনাদের রাজা বেশ বিদ্বান ছিল, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। অনেক কাগজ টাগজ পড়ত। সে-ই কাগজে দেখে বললে, ‘স্বামিজী আমেরিকায় মস্ত একটা কাজ চলছে। নানা দেশবিদেশের সব...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
