বিশুদ্ধানন্দ মহারাজের সঙ্গে প্রেমেশ মহারাজের খুব প্রীতি ও প্রেমের সম্পর্ক ছিল। অথচ
[পূর্বানুবৃত্তি : পৌষ সংখ্যার পর]।।২।। বিশুদ্ধানন্দ মহারাজের সঙ্গে প্রেমেশ মহারাজের খুব প্রীতি ও প্রেমের সম্পর্ক ছিল। অথচ দুজনের মধ্যে কোনো চিঠিপত্র আদান-প্রদান বা দেখাশোনা যে হয়েছে, সেরকম কিছু দেখিনি। যতদূর মনে আছে, বিশুদ্ধানন্দ মহারাজ সারগাছিতে দুবার দীক্ষা দিতে গিয়েছিলেন। তখনি দেখেছিলাম দুজনের মধ্যে একটা শ্রদ্ধা এবং ভালবাসার সম্পর্ক। একজন মালা দিয়েছে বিশুদ্ধানন্দ মহারাজকে। তিনি আমাদের ডেকে বললেন : “এই, এর মধ্যে কোন মালাটা ভাল?” যেটা ভাল সেটা আমরা ওঁকে পরাতে যাচ্ছি, তিনি প্রেমেশ মহারাজকে দেখিয়ে বললেন : “না না না, যেটা ভাল সেটা ওঁকে পরাও। সেইজন্যেই আমি জিজ্ঞেস করছি, কোনটা ভাল মালা।” সংঘাধ্যক্ষ হওয়ার পর একবার স্বামী বিশুদ্ধানন্দ ব্রহ্মচারী জ্যোতির্ময়কে (পরবর্তিকালে স্বামী রমানন্দ) বলেন, সে যখন সারগাছিতে স্বামী প্রেমেশানন্দকে চিঠি লিখবে, তাঁকে যেন মহারাজের প্রণাম জানায়। ব্রহ্মচারী জ্যোতির্ময় সংশয় প্রকাশ করেন যে, প্রেসিডেন্ট মহারাজের পক্ষে স্বামী প্রেমেশানন্দকে প্রণাম জানানো উচিত হবে কি না? বিশুদ্ধানন্দ মহারাজ তাঁকে ধমক দিয়ে ঐ কথাই লিখতে বলেন। সেই চিঠির উত্তরে স্বামী প্রেমেশানন্দ লিখেছিলেন : “হ্যাঁ, মহারাজ আমাকে প্রণাম দিয়েছেন, ঠিকই করেছেন। তিনি তো আমার জ্যেষ্ঠ এবং সংঘগুরু, তিনি আমাকে আমার কর্তব্য সম্বন্ধে হুঁশিয়ার করে দিয়েছেন। সুতরাং কর্তব্যটা কী—প্র নাম। প্রণাম মানে প্রকৃষ্ট নাম—তিনি আমাকে প্রকৃষ্ট নাম দিয়েছেন অর্থাৎ আমাকে নির্দেশ দিচ্ছেন যাতে আমি সবসময় রামকৃষ্ণ নাম করি।” তাঁর এই উত্তর পেয়ে স্বামী বিশুদ্ধানন্দ খুব ব্যস্ত হয়ে পড়েন। বিখ্যাত পণ্ডিত, তখন ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের আচার্য ব্রহ্মচারী মেধাচৈতন্যকে ডেকে পাঠালেন : “ওরে, ডাক ডাক ডাক দীনুকে ডাক। প্রেমেশানন্দ আমাকে কাটিয়ে দিয়েছেন। এখন ওঁকে কী করে আমি কাটাব! ডাক দীনুকে ডাক, পরামর্শ করতে হবে।” তারপরে মেধাচৈতন্য মহারাজের সঙ্গে অনেক আলোচনা করলেন। অবশেষে নিজেই উত্তর দিলেন : “দেখ, তোমাকে আমি কী প্রণাম দেব, ‘প্রকৃষ্ট নাম’ দেব? তোমাকে তো নাম মা-ই দিয়ে দিয়েছেন। সুতরাং ওর পরে আর আমার নতুন করে দেওয়ার কিছু নেই। ঠাকুর বলে গেছেন, ‘কা’-এ আ-কার দিলে ‘কা’-ই হয়, তাই আপনাকে আবার নতুন করে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
