গত ১৬ মার্চ ২০২৫ শোভাযাত্রা, বিশেষ পূজা, পাঠ, সংগীত, গীতি-আলেখ্য, নরনারায়ণ সেবা
বালী ঘোষপাড়া শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি, হাওড়া : গত ১৬ মার্চ ২০২৫ শোভাযাত্রা, বিশেষ পূজা, পাঠ, সংগীত, গীতি-আলেখ্য, নরনারায়ণ সেবা প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের আবির্ভাব উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী প্রশান্তাত্মানন্দ, ডাঃ মলয় রঞ্জন দাস ও প্রব্রাজিকা বিমোক্ষপ্রাণা। শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, কৈয়ড়, পূর্ব বর্ধমান : গত ২৩ মার্চ ২০২৫ প্রভাতফেরি, বিশেষ পূজা, পাঠ প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ও বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী অমলাত্মানন্দ ও সম্পাদক রামকৃষ্ণ নাগ। প্রায় ২,২০০ ভক্ত বসে প্রসাদ পান। শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, ভাঙ্গামোড়া, হুগলি : গত ২৮ থেকে ৩০ মার্চ ২০২৫ প্রভাতফেরি, বিশেষ পূজা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, যাত্রাপালা প্রভৃতির মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়। ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ, সন্দীপকুমার সিনহা ও নবকুমার মালিক। প্রায় ৪,৫০০ ভক্ত বসে প্রসাদ পান। স্যান্ডেলেরবিল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, উত্তর ২৪ পরগনা : গত ৬ ও ৭ এপ্রিল ২০২৫ শোভাযাত্রা, পাঠ, গীতি-আলেখ্য, ভক্তিগীতি, যাদুবিদ্যা প্রদর্শন, অঙ্কন, যাত্রাপালা, শিশুনাট্য, নৃত্যনাট্য প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের আবির্ভাব ও বাৎসরিক উৎসব পালিত হয়। ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ, স্বামী কৈবল্যানন্দ, স্বামী চিৎস্বরূপানন্দ ও নিমপীঠ আশ্রমের স্বামী সদানন্দ। প্রায় ৬,০০০ ভক্ত বসে প্রসাদ পান। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ আশ্রম, বহিচাড়, পূর্ব মেদিনীপুর : গত ১৫ এপ্রিল ২০২৫ পূজা, জপ, ধ্যান, পাঠ, আলোচনা প্রভৃতির মাধ্যমে ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় ৭০ জন ভক্ত এই সম্মেলনে অংশগ্রহণ করেন। হাবড়া রামকৃষ্ণ-বিবেকানন্দ আশ্রম, উত্তর ২৪ পরগনা : গত ২৬ এপ্রিল ২০২৫ নবনির্মিত ভবন ‘সারদা কুটির’-এর দ্বারোদ্ঘাটন উপলক্ষে ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী বলভদ্রানন্দ, স্বামী ঈশব্রতানন্দ ও দেবব্রত মুখোপাধ্যায়। প্রায় ৩৫০ জন ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। বেলঘরিয়া শ্রীসারদা রামকৃষ্ণ মিলনতীর্থ, কলকাতা : গত ১ মে ২০২৫ বিশেষ পূজা, ভক্তিগীতি, প্রসাদ বিতরণ প্রভৃতির মাধ্যমে উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী আত্মনাথানন্দ।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
